অশ্রু শুধু শোক নয়, জীবন রক্ষারও উপায় হতে পারে!

দৃষ্টিশক্তি প্রাণী শরীরে এক জাদুকরি ক্ষমতা। আর চারপাশের রঙিন পৃথিবীকে আমরা দেখি দু’চোখ দিয়ে। এ চোখেরই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অশ্রু। বিজ্ঞান বলছে, শুধু কান্নার সময় নয়, প্রায় সকল সময়েই আমাদের চোখে থাকে নোনা জলের উপস্থিতি। স্বাভাবিক সময়ে এর পরিমাণ হয় সাত মাইক্রোলিটার বা এক ফোটা পানির দশ ভাগের একভাগ।  নোনা জল বলাটা অবশ্য ভুল। বরং অশ্রু … Continue reading অশ্রু শুধু শোক নয়, জীবন রক্ষারও উপায় হতে পারে!